Shojirul123 Subscriber 2 years ago |
টনসিলের লক্ষণ :
১. গলাব্যথা ও খুসখুসে কাশি হওয়া।
২. খাবার গিলতে, পানি পান করতে ব্যথা পাওয়া।
৩. জ্বর।
৪. কানে ব্যথা ও নাক দিয়ে পানি ঝরা।
৫. টনসিল বেশ লালচে বর্ণ ধারণ করে।
৬. টনসিলের ওপর হলুদ বা সাদা আস্তরণ পড়তে পারে।
৭. গলার ভেতর ও এর আশপাশের অন্যান্য লসিকাগ্রন্থিও ফুলে যায়।
৮. মুখে দুর্গন্ধ হয়।
৯. মাথাব্যথা হয়।
১০. গলার স্বর পরিবর্তিত হয়।
১১. খাবার খেতে ইচ্ছা করে না।
Alert message goes here